WSIS Project Prizes 2015-এ এটুআই প্রোগ্রাম থেকে দাখিলকৃত দু'টি Project যথাক্রমে ৩নং ক্যাটাগরিতে National Portal এবং ৪নং ক্যাটাগরিতে Teachers Portal-কে চুড়ান্তভাবে নির্বাচিত করার জন্য ভোটদান পর্ব চলমান রয়েছে। ভোট দেওয়ার ধাপসমূহ বর্ণনা করে অাপনাদের সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য ভিডিওসহ দু'টি লিংক নিম্নে দেওয়া হল: Facebook: https://www.facebook.com/a2iBangladesh?fref=nf&pnref=story Youtube: https://www.youtube.com/watch?v=m4E5jsamKP0&feature=youtu.be। এছাড়া বিস্তারিত বিবরণসহ দু'টি ফাইলও সংযুক্ত করা হল। অনুগ্রহপূর্বক নিজে ভোট দিন এবং অন্যকেও ভোটদানে উৎসাহিত করুন। একাজে উপজেলা টেকনিশিয়ান এবং ইউডিসি উদ্যোক্তাগণ অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS