Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Union on the map

এক নজরে ৮ নং  মহাদান ইউনিয়নের মান চিত্র দেওয়া হল।

অবস্থানঃ

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মহাদান  একটি ঝুঁকিপূর্ণ ইউনিয়ন। যা উপজেলা হতে ০৭ কি:মি: দূরে   অবস্থিত। মহাদান ইউনিয়নের উত্তরে ভাটারা ইউনিয়ন, দক্ষিনে টাঙাইল এর বানিয়াজান  ইউনিয়ন, পূর্বে জামালপুর জেলার দিগপাইত  ইউনিয়ন, পশ্চিমে সাতপোয়া  ইউনিয়ন জামালপুর জেলা, সরিষাবাড়ী উপজেলাঃ।

আয়তনঃ

আয়তন ২৬.৫৮ বর্গ কিলোমিটারএবং গ্রামের সংখ্যা ২১ টি।    

লোকসংখ্যাঃ ৩৫২১৩ জন


 

প্রকৃতিঃ

নদী, খাল, ডোবা, পুকুর, কাঁচা রাস্তা, বিভিন্ন ধরণের পশুপাখি ও গাছ পালায় পরিপূর্ণ। নিচু জমিতে বর্ষার মৌসুমে পানি জমে থাকে ফলে কোন ফসল হয় না, শুষ্ক মৌসুমে সরিষা, ইরি ধান, মরিচ, পাট ও ডাল ইত্যাদির চাষ হয়। নদীতে ও খালে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। গাছ পালায় ঘেরা সবুজ প্রকৃতি খুবই মনোমুগ্ধকর।  

 

প্রাকৃতিক সম্পদঃ

মহাদান  ইউনিয়নের প্রাকৃতিক সম্পদের মধ্যে জমি, নদী, খাল, পুকুর, মাছ, বৃক্ষ, পশু সম্পদ, উল্লেখযোগ্য নদী  খাল-, পুকুর -, আবাদযোগ্য জমি  ৬৫৩৬,৬১  একর।